মোহন যাদব নামে ৩২ বছর বয়সী এক তরুণ জানায়, তার পরিবার ৫ বছর ধরে বিয়ের জন্য কনে খুঁজছে। কিন্তু কনে পাওয়া যাচ্ছে না।
গ্রামবাসীরা জানায়, গ্রামটিতে প্রায় ৬০ জন বিয়ের উপযুক্ত ছেলে রয়েছে। একই কারণে তাদেরও বিয়ে হচ্ছে না।
যাবদ বলেন, মাইলের পর মাইল পথ হেটে পানি আনতে হয় বিধায় কোনো বাবা তাদের মেয়েকে এ গ্রামে বিয়ে দিতে চাচ্ছেন না। তাই বিয়ে করার জন্য তিনি ভারত সরকাররের সাহায্য চেয়েছেন।
চন্দ্র অ্যায়াস্তি নামে এক ব্যক্তি বলেন, আমার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি টিউবওয়েল আছে। আমাকে দিনে ৫-৬ বার পানি আনতে হয়। যা খুবই ক্লান্তকর এবং কষ্টদায়ক।
0 Comments