Subscribe Us

header ads

পানির অভাবে বিয়ে হচ্ছে না যে গ্রামের তরুণদের

পানির অভাবে বিয়ে হচ্ছে না যে গ্রামের তরুণদের

Electronic money exchange listing ভারত: ভারতের মধ্যপ্রদেশের ছত্ররপুর জেলা পরপর তৃতীয় বারের মতো খরার সম্মুখীন হয়েছে। জেলাটির অনেক স্থানে ব্যাপক পানি সংকট দেখা দিয়েছে। তেহরিআমার গ্রাম তেমনেই একটি গ্রাম। গ্রামটির তরুণরা পানি না খাকায় বিয়ের জন্য কনেও খুঁজে পাচ্ছে না।পর্যাপ্ত পানি না থাকায় কেউ এ গ্রামের ছেলেদের বিয়ে করতে চাচ্ছে না।

মোহন যাদব নামে ৩২ বছর বয়সী এক তরুণ জানায়, তার পরিবার ৫ বছর ধরে বিয়ের জন্য কনে খুঁজছে। কিন্তু কনে পাওয়া যাচ্ছে না।

গ্রামবাসীরা জানায়, গ্রামটিতে প্রায় ৬০ জন বিয়ের উপযুক্ত ছেলে রয়েছে। একই কারণে তাদেরও বিয়ে হচ্ছে না।

যাবদ বলেন, মাইলের পর মাইল পথ হেটে পানি আনতে হয় ‍বিধায় কোনো বাবা তাদের মেয়েকে এ গ্রামে বিয়ে দিতে চাচ্ছেন না। তাই বিয়ে করার জন্য তিনি ভারত সরকাররের সাহায্য চেয়েছেন।

Electronic money exchange listing ছত্রপুর জেলাটি বুন্দেখান্দ এলাকায় অবস্থিত। যেখানে বিগত এক দশকেরও বেশি সময় ধরে খরা হয়ে আসছে। খরার কারণে অঞ্চলটির ১৩টি জেলায় কৃষি জমি আবাদে অসুবিধা হচ্ছে।

চন্দ্র অ্যায়াস্তি নামে এক ব্যক্তি বলেন, আমার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি টিউবওয়েল আছে। আমাকে দিনে ৫-৬ বার পানি আনতে হয়। যা খুবই ক্লান্তকর এবং কষ্টদায়ক।
Electronic money exchange listing

Post a Comment

0 Comments