Subscribe Us

header ads

বৈরি আবহাওয়া দমাতে পারেনি কর্মসূচি রাউজানবাসীর খবরাখবর নিতে এলাকা চষে বেড়াচ্ছেন এবিএম ফজলে করিম চৌধুরী


‘প্রাণের টানে পায়ে হেঁটে রাউজানের ঘরে ঘরে’ এ স্লোগানকে সামনে রেখে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ৪দিন ব্যাপী পায়ে হেঁটে রাউজান দেখা কর্মসূচির দ্বিতীয় দিনেও চষে বেড়াচ্ছেন তাঁর নির্বাচনী এলাকায়।

 বৃষ্টি আর বৈরি অবহাওয়াকে উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল সোমবার সকাল ৯টায় শুরু হওয়া কর্মসূচি হলদিয়া ইউনিয়নে শেষ করে সেখানে তিনি রাত্রীযাপন করেন। ঘুম থেকে উঠে আজ মঙ্গলবার সকাল ৯টায় আবার সেখান থেকে পায়ে হেঁটে রওনা দেন। উপজেলার এক প্রান্ত হলদিয়া থেকে ডাবুয়া, রাউজান পৌরসভা, রাউজান ইউনিয়ন হয়ে পাহাড়তলী এলাকায় রাত্রী যাপন করার কথা রয়েছে।
রাউজানের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে, গ্রামে, মহল্লায়, পথে প্রান্তরে ঘুরে ঘুরে এলাকার সাধারণ মানুষের কথা শুনেন। পায়ে হেঁটে রাউজান দেখা কর্মসূচি পালনকালে রাউজান ইউনিয়নের এলাকার বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার লোকজন রাস্তার পাশে, ঘরের সামনে এমপির সাথে কথা ও স্বাক্ষাত করার জন্য অবস্থান নেয়। ব্যাপক-উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের কথা শুনেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পায়ে হেঁটে পথেপ্রন্তরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হওয়ায় এবিএম ফজলে করিম চৌধুরীকে এলাকার মানুষ পানি পান করান। প্রাকৃতিক বৈরি অবহাওয়াকে উপেক্ষা করে এমপি তার কর্মসূচী চালিয়ে যান। মঙ্গলবার দুপুরে রাউজান মেঘে অন্ধাকার ও গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বিকাল ৩টা ৩৯ মিনিটের সময় প্রচুর ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। তবুও ক্ল্যান্ত হননি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রাকৃতি বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে এমপি কর্মসূচি চলতে থাকে। এসময় এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে শত শত নেতাকর্মী কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, ১৬ এপ্রিল সোমবার থেকে শুরু হওয়া চারদিনব্যাপী পায়ে হেঁটে রাউজান দেখা কর্মসূচী আগামী ১৯ এপ্রিল রাউজান পৌরসভার গহিরা চৌমুহনীতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Post a Comment

0 Comments