‘প্রাণের টানে পায়ে হেঁটে রাউজানের ঘরে ঘরে’ এ স্লোগানকে সামনে রেখে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ৪দিন ব্যাপী পায়ে হেঁটে রাউজান দেখা কর্মসূচির দ্বিতীয় দিনেও চষে বেড়াচ্ছেন তাঁর নির্বাচনী এলাকায়।


সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পায়ে হেঁটে পথেপ্রন্তরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হওয়ায় এবিএম ফজলে করিম চৌধুরীকে এলাকার মানুষ পানি পান করান। প্রাকৃতিক বৈরি অবহাওয়াকে উপেক্ষা করে এমপি তার কর্মসূচী চালিয়ে যান। মঙ্গলবার দুপুরে রাউজান মেঘে অন্ধাকার ও গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বিকাল ৩টা ৩৯ মিনিটের সময় প্রচুর ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। তবুও ক্ল্যান্ত হননি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রাকৃতি বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে এমপি কর্মসূচি চলতে থাকে। এসময় এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে শত শত নেতাকর্মী কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, ১৬ এপ্রিল সোমবার থেকে শুরু হওয়া চারদিনব্যাপী পায়ে হেঁটে রাউজান দেখা কর্মসূচী আগামী ১৯ এপ্রিল রাউজান পৌরসভার গহিরা চৌমুহনীতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
0 Comments