চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ১৪ জনকে অাটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০ ফেব্রুয়ারি, শনিবার সারাদিন রাজধানীতে ও শেরপুরে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণের এসি গোলাম সাকলাইন সিথিল।
অাটককৃতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- অামানুল্লাহ, রহমতুল্লাহ, অাহসানুল্লাহ, অাবির, অালামিন, সুজন ও জাহিদ।
গোলাম সাকলাইন জানান, তারা (আটককৃতরা) চলমান এসএসসি পরীক্ষার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। শনিবার তারা গণিত প্রশ্ন ফাঁস করে। তারা মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে তার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করতো।
এ বিষয়ে রবিবার বেলা ১১ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে ১০ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সোয়া এক ঘণ্টা আগে ফাঁস হয় গণিত প্রশ্ন। গণিতের প্রশ্নটি ফেসবুকে ফাঁস হয়।
প্রকাশিত গণিতের সেই প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রশ্নের হুবহু মিল রয়েছে। প্রকাশিত প্রশ্নটি ছিল চাঁপা নামের ও ‘খ’ সেটের প্রশ্ন। সেই সঙ্গে প্রশ্নের উত্তর কী হবে তারও একটি নমুনা প্রকাশ করা হয়েছিল।
0 Comments