Subscribe Us

header ads

আইপিএল ২০১৮: কোন দলে থেকে গেলেন কে?

আইপিএল ২০১৮: কোন দলে থেকে গেলেন কে?



নিশ্চিত হয়ে গেল কোন কোন দল ধরে রাখলেন কাদের? প্রত্যাশা মতই থেকে গেলন কেউ কেউ। কারও নাম এল অপ্রত্যাশিত ভাবেই। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা বুঝিয়ে দিলেন তাদের ভরসার কেন্দ্রে রয়েছেন কোন প্লেয়াররা।
প্রথমে তিন প্লেয়ারের কথা থাকলেও পরে ফ্র্যাঞ্চাইজিদের দাবিতে তা বাড়িয়ে করা হয় পাঁচ। যদিও কেউই পাঁচজন প্লেয়ারকে ধরে রাখেনি। সর্বোচ্চ ধরে রাখার পরিমাণ চারজন।
সেটা রাখার সম্ভাবনা ছিল চেন্নাই সুপার কিংসের। কিন্তু তাও যদি ডোয়েন ব্রাভো ফিট থাকেন তো। কিন্তু তেমনটা হল না। বরং অশ্বিন ও জাডেজার মধ্যে চেন্নাি বেছে নিল জাডেজাকেই। তা হলে আইপিএল কমিটির নির্ধারিত তিন জন ক্রিকেটারকেই ধরে রাখল ফ্র্যাঞ্চাইজিরা। দিল্লি ডেয়ার ডেভিলসের হেড কোচ হিসেবে বেছে নেওয়া হল রিকি পন্টিংকে।

দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখলেন...

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, জসপ্রিত বুমরাহ।
দিল্লি ডেয়ারডেভিলস: ঋশভ পন্থ, শ্রেয়াস আইয়ার, ক্রিস মোরিস।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার।
রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ, দীপক হুদা।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহালি, সরফরাজ খান, এবি ডিভিলিয়ার্স।
কিংস একাদশ পঞ্জাব: অক্ষর পটেল।
চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা।

Post a Comment

0 Comments