Subscribe Us

header ads

Maijbhandar Orosh started in Chittagong|চট্টগ্রামে শুরু হয়েছে মাইজভাণ্ডারের ওরশ

Maijbhandar Orosh started in Chittagong

চট্টগ্রামে শুরু হয়েছে মাইজভাণ্ডারের ওরশ

Chittagong Correspondent: Mizanvar Darbar Sharif of Fatikchhishtha, famously known as Asia's sub-continent, The founder of this durbar is Man-gaasul Azam Maizbhandar Hazrat Maulana Shah Hufi Syed Ahmad Ullah (A :). The 112th year of the spiritual leader of the spiritual leader of the Maizevandar, introduced in the community, started from Sunday on Sunday. On Tuesday (10th) next Tuesday, the various programs of Oorsh will be completed. The overall supervision of the Maulana Shah Chaufi Syed Emdadul Haque Maizbhadari (Majia), arrangement and management of the Naib, and Darbara Syed Irfanul Haq Maizbhandari (M) of Motajaje, will be held every year at the same time as Orsh Sharif Gaushia Ahmadiya Manzil. These information were found in the sources of the OSS management committee. It is known that holy year Sharsh was celebrated on 8th, 9th and 10th Maghas, English 21, 22 and 23 January every year. On the first day of the third day of the day, on the first day of the day, on the first day of the discussion, the Qur'an, the Gaushia, the Mostafa served, the Shaun Gaushiaa, the Milad Mahfil, the Zakir prayers at Zayerin camp, Jikir, Chima Mahfil and the special prayer, on the second day on Monday, Ghausul Azam Maize Bhandari Roza Sharif bathing Sharif Arrangements were made to raise the guile. Every year, in this tribunal center of the human race, participants from different countries including India, Pakistan, Myanmar, Bhutan, United Arab Emirates, Bahrain, Saudi Arabia, Qatar, Oman and other countries. Volunteer and Maijbandar Special Forces will be responsible for the overall staffing of Fatikchhari Upazila Administration, RAB, Police, Ansar and Maizbhandar Oorsh Sharif Supervision Committee to maintain the overall security and law and order for millions of Ashk, devotees, Mureen, Zaireen and Oishesh. It is necessary to provide necessary car parking, to take necessary items of guests, to pray in congregation with the right time, clean drinking water, health related sanitation, photocopiers and specialist doctors with necessary medicines. For the last two months around Oshash Sharif, Anjuman Gotabiyein has been organizing various activities of the organization of Maizbhavari, as part of the organization of Oraz Sharif. In the meantime, the distribution of winter clothes, free fertility and medical camps, blood donation, blood grouping, tree planting and distribution, Gausul Azam Maize Bhandari merit scholarships and merit development activities, posters, festoons, arcades, leaflets etc. are arranged in different areas. . Gaushul Azam Hazrat Maulana Shah Chufi Syed Emdadul Haque Maizbhandari (MGA) in the court, will perform the Akheri Munajat at Gaushia Ahmadiya Manzil Shahi Maidan on the last day (10 Magh / 23 January).
translate by google  
চট্টগ্রাম প্রতিনিধি: এশিয়া উপমহাদেশের খ্যাতনামা চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবার শরীফ। এই দরবারের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ গাউছুল আজম মাইজভাণ্ডার হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক:)। জনসমাজে প্রবর্তিত মাইজভাণ্ডার ত্বরীকার প্রবর্তনকারী আধ্যাত্মিক এই মহাপুরুষের ১১২ তম ওরশের আনুষ্ঠানিকতা গতকাল রোববার থেকে শুরু হয়েছে।
আগামী মঙ্গলবার (১০ মাঘ) দিবাগত শেষ রাতে ওরশের বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হবে। হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (মজিআ) আয়োজন, ব্যবস্থাপনা এবং নায়েবে সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর (ম.) সার্বিক তত্ত্বাবধান প্রতি বারের মত এবারও ওরশ শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ওরশ পরিচালনা কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিবছর বাংলা ৮, ৯ ও ১০ মাঘ, ইংরেজী ২১, ২২ ও ২৩ জানুয়ারি পবিত্র ওরশ শরীফ পালন করা হয়। তিন দিনের ওরশ শরীফের প্রথমদিন রোববার কর্মসূচির মধ্যে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, শানে গাউছিয়া পরিবেশন, মিলাদ মাহফিল, প্রতি জায়েরীন ক্যাম্পে জামাতে নামাজ আদায়, জিকির, ছেমা মাহফিল ও বিশেষ মোনাজাত, সোমবার দ্বিতীয় দিনে গাউছুল আজম মাইজভাণ্ডারী রওজা শরীফে গোসল শরীফ ও গিলাফ চড়ানোর ব্যবস্থা করা হয়। প্রতি বছর মানব জাতির এই মহামিলন কেন্দ্রে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, পাকিস্তান, মায়ানমার, ভূটান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমানসহ বিভিন্ন দেশ থেকে অংশ গ্রহণ করে।
ওরশে আগত লাখো আশেক, ভক্ত, মুরিদান, জায়েরীনদের সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ, আনসার এবং মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির বিপুল সংখ্যাক স্বেচ্ছাসেবক ও মাইজভাণ্ডার স্পেশাল ফোর্স সার্বিকভাবে দায়িত্ব পালন করবে।
প্রয়োজনীয় গাড়ি পার্কিং, মেহমানদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকা, সময় মত জামাত সহকারে নামাজ আদায় করা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য সম্মত সেনিটেশন, আলোক সজ্জা এবং প্রয়োজনীয় ওষুধ সহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করা হয়। ওরশ শরীফকে ঘিরে বিগত দুই মাস ধরে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর যাবতীয় সংগঠন ওরশ শরীফের অংশ হিসেবে সাংগঠনিকভাবে বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে।
এরমধ্যে রয়েছে গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, ফ্রি খৎতা ও চিকিৎসা ক্যাম্প, রক্ত দান, ব্লাড গ্রুপিং, বৃক্ষ রোপন ও বিতরণ, গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ কার্যক্রম, বিভিন্ন এলাকায় পোস্টার, ফেস্টুন, তোরণ, লিফলেট ইত্যাদি দিয়ে সাজানো হয়।
শেষ দিবস (১০ মাঘ/ ২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টটা ১ মিনিটে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ)।

Post a Comment

0 Comments